Sylhet Today 24 PRINT

বর্ষবরণ ঘিরে বাঙালিয়ানার ঝঙ্কার বাজছে মেট্রোপলিটন ক্যাম্পাসে

এম.এ সিদ্দিক বাপ্পী, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় |  ১৩ এপ্রিল, ২০১৬

ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়বে বন্ধু-বান্ধবদের আড্ডাবাজির দৃশ্য। প্রত্যেক আড্ডার মূল কথা পহেলা বৈশাখ। বন্ধুর সাজ কেমন হবে জেনে নিচ্ছে বান্ধবী, আর বান্ধবীরটা বন্ধু। গত কয়েকদিন এভাবেই কাটছে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। ‘কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করবেন?’

ক্যাম্পাসের একটি আড্ডায় গিয়ে জানতে চাইলে তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র বিপ্রজিত জানান, ‘মাথায় বাঁশের টুপি, কাঁধে লাঙ্গল আর হাতে লাঠি নিয়ে বাঙাল কৃষকের বেশে ক্যাম্পাসে আসবেন তিনি।’

কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্রী মুমু জানান, মাটির কলসি কাঁখে নিয়ে ঘোমটা পড়ে বাঙালি বধূ সেজে কাটাবেন সারাটাদিন। মুমুর পাশে বসে থাকা রুহী, আফসানা, দীপিকাসহ সব মেয়েরাই সেজে আসতে চায় বাঙালি বধূ হয়ে!

আরেকটি আড্ডায় গিয়ে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মী মেহেদী সেতুকে। তার কাছে পহেলা বৈশাখের আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে থাকছে নাটক, নাচ, আবৃত্তি, কবিয়াল, গান, পুঁথিপাঠ, কৌতুক ও সাপের খেলা।’

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কামনা করেন এবং  বলেন, ‘বাঙালির ঐতিহ্যের এই উৎসব সকলের মনে নিয়ে আসবে আনন্দের বার্তা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.