Sylhet Today 24 PRINT

শাবি প্রেসক্লাবের ‘বাংলা বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন

শাবি প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০১৬

বাংলা বছরের প্রথম দিনে বাংলা ১৪২৩ বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে স্থাপিত বুথে বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন শাবি প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া বলেন, বাংলাকে জনগণের ভিতরে লালন করতে সংবাদমাধ্যমগুলো সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছে।

বাংলা বর্ষপঞ্জি বের করে সবার মাঝে সচেতনতা সৃষ্টির জন্য শাবি প্রেসক্লাবকে সাধুবাদ জানান তিনি। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পরিবেশনে প্রেসক্লাব নিজ গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাসের সঞ্চালনায় এবং সভাপতি জাবেদ ইকবালের সভাপতিত্বে মোড়ক উন্মোচন কালে বক্তব্য রাখেন সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক  ড. আখতারুল ইসলাম, দ্বিতীয় ছাত্র হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক  এস এম হাসান জাকিরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইন্সিস্টিটিউটের পরিচারক অধ্যাপক হিমাদ্রি শেখর রায়, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বেলায়েত হোসেন, সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম, শামসুল আরেফিন, জাহিদ হাসান, আবু হেনা পহিল, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হোসেন, উপ রেজিস্টার মিফতাহুল হক, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ শাবি শাখার সহ-সভাপতি অঞ্জন রায় এবং শাবি প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু প্রমুখ।

পহেলা বৈশাখে শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বাহারী খাবার নিয়ে বৈশাখী সাজে নিজস্ব স্টল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.