Sylhet Today 24 PRINT

বর্ষবরণে প্রতিবেশী নাট্যগোষ্ঠীর পথনাটক ‘বিষবৃক্ষ’

সিওমেক প্রতিনিধি |  ১৪ এপ্রিল, ২০১৬

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল  কলেজে (সিওমেক) প্রতিবেশী নাট্যগোষ্ঠী তাদের পথনাটক "বিষবৃক্ষ" মঞ্চস্থ করেছে।

এবার বর্ষবরণ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমেই ছিলো  মঙ্গল শোভাযাত্রা।

হরেক রকম ব্যানার ফেস্টুন নিয়ে দলে দলে শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রার পরে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। শুরুতেই "এসো হে বৈশাখ, এসো এসো..." এ গানটার মধ্য দিয়ে নতুন এই দিনটিকে বরণ করে নেয়া হয়। তারপর একে একে গান আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপন ঘটে।

এরপর শুরু হয় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। "প্রতিবেশী নাট্যগোষ্ঠী" এর পরিবেশনায় পথনাটক বিষবৃক্ষ। নাটকের কুশীলবরা ছিলেন ডাঃ রেনেসাঁ, অন্তরদীপ নন্দী, ওয়াহিদুর রহমান, ভাস্কর, নূসরাত, সাদাত, সামিন, মেহেদী, মাহাবুব, নাবিলা ও অদিতি। বাদ্যযন্ত্রে ও নৃত্য পরিবেশনায় ছিলেন কীর্তিরাজ, শান্ত, রাজিব, সুমি, সারা, লুবনা, দীপঙ্কর ও অদিতি।

পথনাটকটির নির্দেশনায় ছিলেন আশিস কুমার শীল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.