Sylhet Today 24 PRINT

রাবি শিক্ষক খুনের প্রতিবাদে সিকৃবি শিক্ষকদের মানবন্ধন

সিকৃবি প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকবৃন্দ। রবিবার দুপুর ১টায় সিকৃবি শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনের রাস্তায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশনেন শতাধিক শিক্ষকবৃন্দ।

মানববন্ধন চলাকালীন সময়ে এক প্রতিবাদসভায় বক্তৃতা করেন, সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ড, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারসহ শিক্ষকনেতৃবৃন্দ। এসময় বক্তারা দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার সকাল পৌনে ৮টার দিকে রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে প্রফেসর রেজাউলের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা মোটরসাইকেল যোগে এসে প্রফেসর রেজাউলকে পেছন থেকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.