Sylhet Today 24 PRINT

সারাদেশের সাথে শাবিপ্রবি ও সিকৃবিতেও চলছে কর্মবিরতি

সিলটটুডে ডেস্ক |  ০২ মে, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার বিচার দাবীতে আজ সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষকরা এই কর্মবিরতি পালন করছেন।

সারাদেশের সাথে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও কর্মবিরিত পালন করছেন  শিক্ষকরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস বন্ধ রয়েছে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষা চলছে।

গত ২৩শে এপ্রিল অধ্যাপক সিদ্দিকীকে গলা কেটে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করেছেন যে সম্প্রতি শিক্ষকদের পে স্কেলে গ্রেড বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে তাদের যতটা সোচ্চার দেখা গেছে, সহকর্মী হত্যার ঘটনায় তাদের ততটা জোরালো ভূমিকা দেখা যায়নি।

এ ব্যাপারে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, "আমরা ঘটনার তিন-চারদিন পরেই ফেডারেশনের মিটিং করে বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন করেছি। এরপর আসলে বিভিন্ন ছুটি ছিল। ৩৭ টি বিশ্ববিদ্যালয়ে যেন একযোগে আমরা কর্মসূচি পালন করতে পারি সেজন্য সবার সাথে কথা বলেই আমরা এই কর্মসূচিগুলো নিয়েছি"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.