Sylhet Today 24 PRINT

শাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলচক্র

শাবি প্রতিনিধি |  ০৪ মে, ২০১৬

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী দল ‘লুথা-৭’ এর পক্ষ থেকে ফলচক্র অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বি বিল্ডিং সংলগ্ন ‘লুথা চত্ত্বর’ এ এই ফলচক্র অনুষ্ঠিত হয়।
 
এ সময় ক্যাম্পাসের সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি রিক্সা ও টমটম চালক এবং টং দোকানে কর্মরতদের মাঝেও ফল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘লুথা-৭’এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আনিসুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির মিয়া, লুথা ৭ এর স্বেচ্ছাসেবী ও সুভানুধ্যায়ীগণসহ প্রায় অর্ধশতাধিক শিশু কিশোর।
 
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.