Sylhet Today 24 PRINT

ঢাবিতে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ব্যাপক পোস্টারিং

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্কের প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় কলাভবনের মূল ফটক, ব্যবসায় প্রশাসন অনুষদ, ডাকসু ভবন, ক্যাম্পাস শ্যাডো, মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, গ্রন্থাগার গেইট, মোকাররম হোসেন বিজ্ঞান ভবন, কার্জনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে  ব্যাপক পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর।

সোমবার ( ৯ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে সংগঠনটির পোস্টার দেখা যায়। 

‘হিজবুত তাহরীর সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ লেখা সম্বলিত পোস্টারে উল্লেখ করা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ্চত্য সংস্কৃতির ধারক বাহক শিক্ষক কর্তৃক ইসলাম প্রিয় সম্মানিতা ছাত্রীর হিজাব পরিধানে কটূক্তি, ক্লাশরুম থেকে বের করে দেয়া ও সাম্রাজ্যবাদীদের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ একই সুতোয় গাঁথা।’

পোস্টারে আরো উল্লেখ করা হয়, ‘হে ইসলাম প্রিয় সচেতন, সাহসী, মেধাবী ও নিষ্ঠাবান তরুণ সমাজ; ইসলামের বিরুদ্ধে দেশীয় ও সাম্রাজ্যবাদীদের সর্বাত্মক যুদ্ধকে প্রতিহত করতে ও খিলাফত পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে হিযবুত তাহরীর আন্দোলনে সংগঠিত হোন।’

গ্রন্থাগার এলাকায় প্রহরীর দায়িত্বে থাকা ইকবাল জানান, ‘এখানে তো প্রতিদিন অনেকে পোস্টার লাগায়। এই পোস্টার কারা লাগিয়েছে খেয়াল করিনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, তারা রাতের বেলায় এ কাজটি করেছে। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক বলেন, ‘এটা হয়তো রাতের আঁধারে করেছে। আমি বিষয়টি পুলিশকে জানাবো ব্যবস্থা নেয়ার জন্য।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.