Sylhet Today 24 PRINT

সেলিম ওসমানের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন, ঘোষণা জাফর ইকবালের

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০১৬

শিক্ষক লাঞ্ছনার ঘটনার সংসদ সদস্য সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

বৃহস্পতিবার শাবি ক্যাস্পাসে জাফর ইকবাল বলেন, সেলিম ওসমানের শাস্তি না হলে সেটা বাংলাদেশের জন্য খুব বাজে দৃষ্টান্ত হবে। তার শাস্তি না হলে এটা প্রতিষ্ঠিত হবে যে- একটা মানুষের যদি ক্ষমতা থাকে, দাপট থাকে তবে সে যেকোনো মানুষকে অপমান করতে পারে। ভবিষ্যত বাংলাদেশের জন্য যা খুব দুঃখজনক হবে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন শেষে তিনি এ কথাগুলো বলেন।
 
তিনি বলেন, ওই সাংসদের শাস্তি না হলে আমরা থেমে থাকবো না। শিক্ষকদের প্রতিবাদ-আন্দোলন চলবে। তার শাস্তি না হলে আমরা গ্লানিমুক্ত হবো না।

জাফর ইকবাল বলেন, আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত মানুষ হচ্ছে যুদ্ধাপরাধীরা। তাদেরও সম্মানের সাথে বিচার করা হচ্ছে। অপমান করা হচ্ছে না। অথচ একজন প্রধান শিক্ষককে এভাবে অপমান করা হয়। তাও একটি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ তুলে। তিনি ধর্ম অবমাননা করে কোনো মন্তব্য করেননি, সেটাও এখন প্রমাণিত।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন করেন শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.