Sylhet Today 24 PRINT

শিক্ষাখাতে বাজেট বাড়ানোর দাবিতে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি |  ০১ জুন, ২০১৬

জাতীয় বাজেট (অর্থবছর ২০১৬-১৭) এ শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানবন্ধনে শিক্ষার্থীরাদের হাতে ‘গবেষণার জন্য বাজেট চাই’, ‘পাশের নয় মানের হার বৃদ্ধি করুন’, ‘শিক্ষাখাতের বাণিজ্যিকিকরণ বন্ধ করুন’, ‘শিক্ষাখাতে বাজেট বাড়ানো হোক’ প্রভৃতি স্লোগান সম্বলিত পোস্টার - ফেস্টুন বহন করতে দেখা যায় ।

বুধবার সকাল সাড়ে ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান সমিতি এ মানববন্ধন করে।

মানববন্ধনে বিভাগীয় প্রধান ড. একেএম মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আফম জাকারিয়া, মোহাম্মদ মনযুর-উল-হায়দার, জাবেদ কায়সার সহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ড. মাজহারুল ইসলাম জানান, বরাবরই সরকার বলে আসছে শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ বাড়াবে। কিন্তু যখন বাজেট ঘোষিত হয় তখন দেখা যায়, শিক্ষাখাতকে উপেক্ষা করা হয়েছে। আমাদের পার্শবর্তী দেশগুলোতে এর থেকে বেশী পরিমাণ অর্থ শিক্ষাখাতে বরাদ্দ থাকে। যার ফলে পাশ্ববর্তী দেশগুলো প্রতিনিয়ত তুলনামূলক উন্নয়ন বেশী করছে । 

অচিরেই সংশ্লিষ্টরা প্রাক বাজেট সংশোধন করে শিক্ষাখাতে জিডিপির ৬% বাজেটে বরাদ্দ দিবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.