Sylhet Today 24 PRINT

সিকৃবি হল থেকে সাপ উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

সাপ!!! নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে ‘হিস হিস’ করে একটি প্রানি তেড়ে আসছে কামড় দেওয়ার জন্যে। কোনো সময় কুন্ডলি পাকিয়ে বসে থাকতে অথবা কোনো সময় শিকারের সন্ধানে এখান থেকে ওখানে যেতে দেখি আমরা এই প্রানি’কে। এদের দেহের আশ উজ্জ্বল হয়। দেহের রঙ বাদামী বা ধূসর বাদামী হয়ে থাকে এবং হলুদ বা সাদা রঙের দাগ থাকে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হুমায়ুন রশীদ চৌধুরী হলে সিঁড়ির নিচে আজ রাতে সাপটি দেখতে পান এক শিক্ষার্থী।

ইংরেজীতে বলা হয় ‘Common Wolf Snake’ বাংলায় ‘পাতি ঘরগিন্নী সাপ’ ।।
‘সাপটি সম্পূর্ণরূপে অবিষাক্ত‘।

এদেরকে সাধারনত মানুষের আবাসস্থলের কাছাকাছি পুকুর-লেক এইসব জায়গায় পাওয়া যায়। এদের প্রধান খাবার হল- ইদুর, টিকটিকি, ব্যাঙ ইত্যাদি। মানুষের আবাসস্থলেই এদের বেশি দেখা যাওয়ার কারন মূলত এদের খাদ্যের উপস্থিতি।

অনেকে অজ্ঞতাবশত মারতে যান প্রাণিটিকে। প্রাধিকারের সেক্রেটারি আব্দুল মজিদ উজ্জ্বল ও নির্বাহী সদস্য পলাশ পাল রক্ষা করেন সাপটিকে। খবর পেয়ে ছুটে আসেন প্রাধিকারের প্রেসিডেন্ট মনজুর কাদের চৌধুরী।


রাতেই সাপটি টিলাগড় ইকোপার্কে কর্তৃপক্ষের সাহায্য নিয়ে অবমুক্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.