Sylhet Today 24 PRINT

পাই দিবস উপলক্ষ্যে শাবিতে দীর্ঘতম আলপনা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ মার্চ, ২০১৫

প্রায় এক কিলোমিটার সড়কে পাই’র মানের আলপনা এঁকে আন্তর্জাতিক পাই দিবস পালন করেছে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক একটি সংগঠন এই ব্যতিক্রমী আঁলপনা আঁকার আয়োজন করে।

একই সঙ্গে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিনও পালন করা হয়।

শিশু কিশোরদের মধ্যে বিজ্ঞান জনপ্রিয়করণ বিষয়ক সংগঠন ‘বিজ্ঞানের জন্য ভালবাসা’ পাই’র মানের এই দীর্ঘতম আলপনার উদ্যোগ নেয়।

শনিবার প্রথম প্রহরে সড়কে আলপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। আইনস্টাইনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেকও কাটেন তিনি।

সকাল ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে গোলচত্বর পর্যন্ত এক কিলোমিটার সড়কে আলপনা আঁকা শেষ হয়।


পাই’র মানের দীর্ঘ এই অঙ্কনকে ঐতিহাসিক ঘটনা মন্তব্য করে অধ্যাপক জাফর ইকবাল বলেন, “বিজ্ঞান আনন্দের ও মজার বিষয় হলেও আমাদের দেশে বিজ্ঞানকে আনন্দময় করা হয় না। ফলে স্কুলে দিন দিন বিজ্ঞানের শিক্ষার্থী কমছে যা ভবিষ্যতে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।''

“বিজ্ঞানের শিক্ষার্থীদের ল্যাবরেটরিতে হাতে-কলমে শিক্ষাদান করা উচিৎ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে স্কুলগুলোতে সেভাবে পড়ানো হয় না। ফলে শিক্ষার্থীরাও আনন্দ পায় না।”

যে সব শিক্ষার্থী বিজ্ঞান পড়তে চায় তাদের সব ধরণের সুবিধা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.