Sylhet Today 24 PRINT

সিকৃবিতে টানা ২০দিন ছুটি

সিকৃবি প্রতিনিধি |  ২৩ জুন, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২৬ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ ছুটি ঘোষণা করা হয়।

তবে মাঝখানে শুক্র-শনিবার থাকায় ২০দিন ছুটির ফাঁদে পড়ছে ক্যাম্পাস। ১৪ জুলাই বৃহস্পতিবার হওয়ায় আনঅফিশিয়ালি ১৭ জুলাই ক্যাম্পাস চাঙ্গা হবে বলে ধারনা করা হচ্ছে। পবিত্র জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৩ জুলাই পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। ১৪ জুলাই যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে জানানো হয়। তবে জরুরী সেবাসমূহ যথা হেল্থ কেয়ার সেন্টার, বিদ্যুত, গ্যাস, পানি সরবরাহ, প্রিভেনটিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম কর্মচারী দ্বারা চালু থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

এদিকে অনিবার্য কারণবশত কোন শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করতে চাইলে সংশ্লিস্ট হলের দায়িত্বরতো প্রভোস্ট বরাবর আবেদন করে অনুমতি নিতে হবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

ছুটির আগের দিন বৃহস্পতিবার বেশ কর্মচঞ্চল ছিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বেতন-বোনাস সংগ্রহ করতে রূপালী ব্যাংকের ক্যাম্পাস শাখায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেশ ভিড় লেগেছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.