Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

জঙ্গি ও সন্ত্রাসী হামলা বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, জঙ্গিরা অমানবিক। এরা সমাজ ও দেশের শত্রু। জঙ্গিদের উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ছাত্র-ছাত্রীকে সচেতন থাকতে হবে।  প্রতিটি শিক্ষার্থীকে মানবিক ও মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হওয়ার সাথে সাথে সবাইকে বিজ্ঞানমনস্ক হতে হবে।

সোমবার (১ আগস্ট) সকালে নর্থ ইস্ট ইউনিভার্সিটির তেলিহাওরস্থ ক্যাম্পাসের সামনে ভিআইপি সড়কে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী মানববন্ধন কর্মসূচী ও র‍্যালির উদ্বোধন করেন।

র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষে হয়। মানববন্ধন কর্মসূচী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত উপাচার্য এ এফ মোজতাহিদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমপি উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক নোমান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এমাদুল্লাহ শহীদুল ইসলাম। সভা পরিচালনা করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির কালচারাল ক্লাব প্রেসিডেন্ট আবু বকর আল আমীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.