Sylhet Today 24 PRINT

রাবিতে অফিস সময়ে সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের শঙ্কা

রাবি প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৬

নিয়ম বহির্ভূতভাবে অফিস সময়ে সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হয়।

আইন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সান্ধ্যকালীন ২০১৪-১৫ সেশনের ৩৬ জন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমাদের ক্লাসের সময়ে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নিচ্ছেন বিভাগের শিক্ষকরা। আজকের এই ঘটনায় আমরা শঙ্কিত। আজকে আমাদের ক্লাসের সময় তারা মৌখিক পরীক্ষা নিচ্ছেন। কয়েকদিন পরে দেখা যাবে সান্ধ্যকালীন শিক্ষার্থীদের ক্লাসও আমাদের সঙ্গেই নিচ্ছেন। শিক্ষকরা আমাদের ফলাফল দিনের পর দিন আটকে রাখছেন। কিন্তু সান্ধ্যকালীন শিক্ষার্থীদের কার্যক্রম ঠিকই যথাযথভাবে চালিয়ে যাচ্ছেন।  

মৌখিক পরীক্ষা দিতে আসা সান্ধ্যকোর্সের একজন শিক্ষার্থী বলেন, ‘বিভাগের শিক্ষকরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অফিস সময়ে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য ডেকেছেন বলেই আমরা এসেছি।’

পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইন বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘নিয়ম অনুযায়ী সান্ধ্যকালীন শিক্ষা কার্যক্রমের সবকিছু চলবে অফিস সময়ের বাইরে। পরীক্ষা কমিটি সময় নির্ধারণ করায় আজকের মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টি আমার জানা ছিল না। আমি ক্যাম্পাসে এসে বিষয়টা জানার পর বিভাগের শিক্ষকদের বললে তারা মৌখিক পরীক্ষা নেওয়া বন্ধ করে দেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.