Sylhet Today 24 PRINT

পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের স্বাধীনতা দিবস পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৫

নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করেছে পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ।

বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে শিক্ষিকা ইছমত হানিফা চৌধুরী সম্পাদনায় দেয়ালিকা বাংলাদেশ’র মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায়প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আনোয়ারুল হকের সভাপতিত্বে  ও শাহ জাকরিন এর পরিচালনায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএন টেকনোলজি বিভাগের অধ্যাপিকা ড. রাজিয়া সুলতানা।

বক্তব্য রাখেন সমাজসেবক আলাউদ্দিন আহমেদ মুক্তা, সাংবাদিক আব্দুল মালিক জাকা, প্রতিষ্ঠানের শিক্ষিকা ইছমত হানিফা চৌধুরী, ফাবিহা আহমেদ, প্রতিষ্ঠানের শিক্ষিক মিজানসহ শিক্ষিক-শিক্ষিকাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যে আদর্শ ও চেতনা নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল তা এখনো পূরণ করা সম্ভব হয়নি। আমরা একটি শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ চেয়েছিলাম। কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের কারণে তা এখনো সুদূর পরাহত। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.