Sylhet Today 24 PRINT

শাবিতে ‘বেধুয়া’ নাটকের মঞ্চায়ন ২৪ আগস্ট

শাবি প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্টের’ প্রযোজনায় নাটক ‘বেধুয়া’ দ্বিতীয় বারের মতো মঞ্চস্থ হবে বুধবার (২৪ আগস্ট)। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নটকটির মঞ্চায়ন হবে। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আয়োজকরা জানান, নাটকটি রচনা করেছেন নিহারেন্দু কর এবং নির্দেশনায় ছিলেন ওমর ফারুক দিপু।  দ্বিতীয় প্রদর্শনীতে পুনঃনির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীর আলম, সহ-নির্দেশক হিসেবে আছেন আওরঙ্গজেব চৌধুরী রিফাত।

টিকেট পাওয়া যাবে ক্যাম্পাসের অর্জুনতলায় অবস্থিত থিয়েটার সাস্ট এর টিকেট বুথ এবং শো এর আগে হল কাউন্টারে ।

‘বেধুয়া’ নাটকটি চা শ্রমিকদের জীবন ধারায় স্বামীর সংসার থেকে বিতাড়িত যুবতী যমুনার জীবন উপাখ্যানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি নাটক।

উল্লেখ্য, ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ৮ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘থিয়েটার সাস্ট’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.