Sylhet Today 24 PRINT

শাবিতে চালু হচ্ছে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং’ বিভাগ

শাবি প্রতিনিধি |  ২২ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটি নতুন বিভাগ।

সোমবার (২২ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভ’ইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২০০তম সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

বিভাগটি চালু হলে শাবিতে বিভাগের সংখ্যা হবে ২৮টি।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিভাগে আসন সংখ্যা হবে ৩০টি। বিভাগটি ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির অধীনে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.