Sylhet Today 24 PRINT

শাহজালাল সিটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট |  ২৮ মার্চ, ২০১৫

শাহজালাল সিটি কলেজে ২০১৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। কলেজ অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক হালিমা তুস সাদিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এনামুল হক সরদার। বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সাব্বির আহমদ, শাহজালাল সিটি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রভাষক অহী আলম রেজা, মঈনুর রহমান, আবুল হাছান চৌধুরী জাকের, হাফিজুর রহমান, ইমরানা সুলতানা।

বক্তারা বলেন, যে শিক্ষা মানবতার জয়গান গায় সে শিক্ষাই অর্জন করতে হবে। শাহজালাল সিটি কলেজে লেখাপড়ার পাশাপাশি আচার আচরণেরও শিক্ষা দেওয়া হয়। জীবনের প্রতি ক্ষেত্রে মানুষের উপকারে আসার শিক্ষা দেওয়া হয়। মানুষের জন্য কাজ করলে জীবিত অবস্থায় যেমন সম্মান পাওয়া যায় তেমনি মৃত্যুর পরও মানুষ স্মরণ করে। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লক্ষ্যকে ঠিক করো এবং মন দিয়ে লেখাপড়া করো নিশ্চয় তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে শাহজালাল সিটি কলেজের পরিচালনা পরিষদ সদস্য শাহজাদী সালেহা বেগম ৯ জন শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন। পরে ইসলামী চিন্তাবিদ অলিউর রহমান চৌধুরী ছাত্র-ছাত্রীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.