Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিনের’ নতুন সভাপতি নিশান, সম্পাদক নাঈম

শাবি প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন কিনের ১৩তম কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

নতুন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন হোসাইন আহমেদ নিশান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাঈম আহমেদ।

মঙ্গলবার একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারীতে অনুষ্ঠিত কিনের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তূর্য সাহা, সহ-সভাপতি পারভেজ শেখ, সিনিয়র এক্সিকিউটিভ নওশাদ হাসান অপু, সহ-সাধারণ সম্পাদক সৈয়দা জোবাইদা রহমান শশী, সাংগঠনিক সম্পাদক সাকিফ চৌধুরী সাফি, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন মৌরাজ, প্রকাশনা সম্পাদক কাজী তৌসিফুল হুদা, সহ-প্রকাশনা সম্পাদক শায়লা খানম, নাফিজ ইমতিয়াজ, সাবাহুন জাজিবা হক ইশিতা, শিক্ষা সম্পাদক কাজী সাঈদ মুনতাসির, সহ-শিক্ষা সম্পাদক ফাহমিদা নাজিম, ইমাদ উদ্দিন নুর, নিউলি ছেইন, শিক্ষা উন্নয়ন সম্পাদক সৈয়দ নাকীবুল আহসান, কোষাধ্যক্ষ কানিজ ফাতিমা তৃষা, সহ-কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক ফাহিম শাহরিয়ার, কার্যকরী সদস্য জাহিদ চৌধুরী শাওন, রক্ত বিষয়ক সম্পাদক সাহাব মোশাররফ, ওয়েব সম্পাদক নিশাত জাহান নিশা, প্রচার সম্পাদক পূজা রায়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ.কে.এম মাজহারুল ইসলাম, সদ্য বিদায়ী সভাপতি শাহনেওয়াজ হোসেন পাভেল এবং সাধারণ সম্পাদক ইফতেখার মোহাম্মাদ।

উল্লেখ্য, 'আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত' এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ জানুয়ারি যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন কিন। প্রতিষ্ঠার পর থেকে বই মেলা, শীতবস্ত্র সংগ্রহ, সামাজিক সচেতনতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.