Sylhet Today 24 PRINT

জবিতে চলছে হল আন্দোলন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের আহ্বানে সর্বাত্বাক ছাত্র ধর্মঘট চলছে।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

আন্দোলনের শুরুতেই সব অনুষদের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা। এছাড়া সকাল ৯টা থেকে এখন পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

জবি ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম এ ব্যাপারে বলেন, কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা হলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে সরে আসছি না।

তিনি আরো বলেন, আমরা বলেছি অন্য কোথাও হল তৈরি করা হলেও পুরাতন কারাগারের জমি আমাদের প্রয়োজন, তাই এই জমি আমাদের দিতে হবে এবং সেখানে আমরা চার নেতার নামে হল তৈরি করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.