Sylhet Today 24 PRINT

শাবি ছাত্রলীগে আবারো সংঘর্ষ, আহত ১

ফুটবল টুর্নামেন্টের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব

শাবি প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জের ধরে আবারো ছাত্রলীগের এক কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত মনোয়ার হোসেন শাবি সমাজকর্ম বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী।

জানা যায়, গত রবিবার ফুটবল খেলার কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম দাশের সমর্থক ও বর্তমান সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়।

বুধবার এই কমিটি গঠনের জের ধরেই শাহপরাণ হলে ইমরান খানের সমর্থক মনোয়ার হোসেনের উপর হামলা চালায় ছাত্রলীগের শাবি শাখার সভাপতি সঞ্জীবন পার্থ গ্রুপের সমর্থকরা। পরে আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল হলে নিয়ে এলে সেখানে আবারো হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রাশেদ তালুকদার সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.