Sylhet Today 24 PRINT

শাবিতে এবার আসন সংখ্যা বাড়ল

শাবি প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর। এবার গতবারের চেয়ে ৬১টি আসন বাড়ানো হয়েছে।

ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন জানিয়েছেন, (শাবিপ্রবি) আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৬১টি আসন বৃদ্ধি করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি জানান, ‘বি’ ইউনিটের অধীনে (বিজ্ঞান অনুষদ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫টি সিট বাড়ানো হয়েছে। তাছাড়া বিকেএসপি কোটায় (সংরক্ষিত আসন) ৬ জনকে ভর্তি করা হবে।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অনুষদ) এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.