Sylhet Today 24 PRINT

র‍্যাংকিংয়ে প্রথম হওয়ায় শাবিতে আনন্দ র‍্যালী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০১৫

ওয়েবোমেট্রিক্স র‍্যাংকিং-এ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে ২৪০০তম ও বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় ক্যাম্পাসে র‍্যালী ও আনন্দ উৎসব পালন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ দুপুরে বিশ্ববিদ্যাল ক্যাম্পাসের গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে অনন্দর‍্যালী শুরু হয়।
র্যা লীটি ক্যম্পাস প্রদক্ষিন শেষে উপাচার্যের কার্য্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আনন্দর‍্যালীতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া ছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকতা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এ অর্জন সকলের সমন্বিত প্রয়াসের ফসল। এ অর্জনের ফলে শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের কর্মোদ্যম অনেকটাই বেড়ে যাবে।

 গত সপ্তাহে প্রকাশিক ওয়েবোমেট্রিক্স র‍্যাংকিং-এ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং সারিবশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৪০০তম স্থান অধিকার করে। বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পড়ালেখার মান, গবেষণা ও শিক্ষার পরিবেশের উপর ভিত্তি করে এই র‍্যাংকিং  করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.