Sylhet Today 24 PRINT

কোপানোর দায়ে শাবি থেকে বদরুল বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৬

সিলেটে কলেজ ছাত্রীকে কোপানোর দায়ে বদরুল আলমকে শাবিপ্রবি থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ অক্টোবর) তাকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ তালুকদারকে প্রধান করে ৩ সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন শাবি শিক্ষক শাহপরান হলের সহকারী প্রভোস্ট শাহেদুল হোসেন ও সহকারী প্রক্টর নাসির ইবনে আফজাল। 

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেলে খাদিজা আক্তার নার্গিস নামের এক কলেজছাত্রীকে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে বদরুল আলম নামের এক শাবি ছাত্র। গুরুতর আহত খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় সোমবার মধ্যরাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.