Sylhet Today 24 PRINT

ভর্তি ফরমের বর্ধিত মূল্য কমাতে ৯৬ ঘন্টার আল্টিমেটাম শাবি শিক্ষার্থীদের

শাবি প্রতিনিধি |  ১২ অক্টোবর, ২০১৬

বর্ধিত ভর্তি ফরমের মূল্য মাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৯৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন শাবি শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে ফরমের মূল্য না কমালে 'ধর্মঘট' সহ আন্দোলনে নামার ঘোষনা দিয়েছে তারা।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গঠিত শিক্ষার্থীদের মোর্চা '‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চ'।

মঞ্চের মুখপাত্র সরোয়ার তুষার বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনে ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা, যেখানে গত বছর ছিলো ৭৫০-৯০০ টাকা। গতবছরের তুলনায় এবার ভর্তি ফি বৃদ্ধি করা হয়েছে ৩৩.৩৩ শতাংশ। এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাবে না দেশের অধিকাংশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা।

বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন শুরু হবে ১৬ অক্টোবর, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগামী ২৬ নভেম্বর সকালে 'এ' ইউনিটের এবং দুপুরের পর 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.