Sylhet Today 24 PRINT

আইন অনুষদ দিয়ে রাবিতে সোমবার থেকে ভর্তি পরীক্ষা

রাবি প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার।

সকাল ৯টায় আইন অনুষদের (বি ইউনিট) বিজোড় রোল নম্বরধারীদের দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।

এরপর বেলা ১১টায় শুরু হবে ‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা। এবারে ‘বি’ ইউনিটে ২০০ সিটের বিপরীতে ১৭ হাজার ৯৭২ জন অর্থাৎ প্রতিটি সিটের বিপরীতের ৯০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।

এছাড়া দুপুর ১টায় ব্যবসায় অনুষদের (ডি ইউনিট) বাণিজ্য এবং সাড়ে ৩টায় অ-বাণিজ্য (মানবিক ও বিজ্ঞান) গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শেষ হবে।

২৫ অক্টোবর মঙ্গলবার ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের, ২৬ তারিখ ‘এ’, ‘জি’ ও ‘আই’, ২৭ তারিখ ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শেষ হবে।

এ বছর ৫৬টি বিভাগ ও দুটি ইন্সটিটিউটে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ৯শ ৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৩৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ru.ac.bd

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.