Sylhet Today 24 PRINT

রোবট প্রতিযোগীতায় দেশসেরা শাবি

শাবি প্রতিনিধি |  ২৪ অক্টোবর, ২০১৬

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত টেকনোভানযা ২০১৬ সুম্যো বোট রোবো ফাইট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাস্ট++ টীম।

শানিবারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে দেশের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২টি টিম অংশগ্রহন করে। এতে শাবির সাস্ট++ ও সাস্ট তাওরা সাফা নামের দুইটি টীম অংশগ্রহন করে। সাস্ট তাওরা সাফা টিমটি সাস্ট++ টীম সেমি ফাইনালে বাদ পরে আর সাস্ট++ বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের ইউভিএ সাথে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়।

সাস্ট++ টিম লিডার আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান রুপক জানান, ক্রিকেট মাঠের মত আকৃতির একটি সার্কেলের ভিতর দুটি রোবট ছেড়ে দেওয়া হয়। সেখানে রোবট দুটি নিজে নিজে একে অপরকে খুঁজে ধাক্কা দিয়ে সার্কেলের ভিতর থেকে বের করতে হয়। আমাদের রোবটটি এই খেলেয় চ্যাম্পিয়ন হয়।

তিনি আরো বলেন, আমাদের রোবটটি ছিল সব থেকে দ্রুত গতির রোবট।

সাস্ট++ টিমের অন্যান্য সদস্যেদের মাঝে ছিল কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কামরুল সোহান মির্জা ও উম্মে সুমাইয়া জান্নাত এবং ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.