Sylhet Today 24 PRINT

পড়তে এসেছি, লাশ হতে নয় : লিপু হত্যার বিচারের দাবি

শফিকুল ইসলাম, রাবি |  ২৪ অক্টোবর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্ত মঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এসময় লিপু স্মরণে হাতে প্রদীপ নিয়ে এক মিনিট নীরবতা পালন করে। পরে প্রদীপ নিয়ে শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, এখানে আমরা পড়তে এসেছি, লাশ হতে নয়; আমরা লাশ হয়ে লিপুর মতো ড্রেনে পড়ে থাকতে আসিনি।’

তারা অতিদ্রুত দোষীদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করেন।

শিক্ষার্থীরা আরো বলেন, ‘বার বার বিচার চাইতে চাইতে পরিবারের সকল সদস্য মারা যায়, কিন্তু তারপরেও তারা বিচার দেখতে পায় না। এভাবে চলতে থাকলে আমাদের দেশে হত্যা বৈধতা পেয়ে যাবে।’

সকল শ্রেণি-পেশার মানুষকে এসব হত্যার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, ‘আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলে লাশের লাইন আরও দীর্ঘ হবে। তাই আমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে হত্যাকারীরা সাহস না পায় আর কোনও মায়ের বুক খালি করতে। যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে।’

উল্লেখ্য, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ডাইনিং-এর ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। আলামত দেখে প্রাথমিকভাবে পুলিশ হত্যাকাণ্ড বলে ধারণা করে।

ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা মো. বছির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.