Sylhet Today 24 PRINT

লিপু হত্যার বিচার দাবি ঢাবির রাজু ভাস্কর্যেও

শফিকুল ইসলাম, রাবি |  ৩০ অক্টোবর, ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লিপুর প্রতি শোক জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিসহ দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমরান খান বলেন, ‘লিপু হত্যার দশ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এমনকি প্রশাসনের উদাসীনতায় লিপু হত্যার তদন্তের কোনো অগ্রগতি হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হল থেকে এভাবে হত্যা করার মত ন্যক্কারজনক ঘটনা আর কি হতে পারে?’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রবিউল সুমন বলেন, ‘লিপু আমার ভাই, লিপু হত্যার বিচার চাই। আজ লিপু কাল আমি। একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু কখনই কাম্য হতে পারে না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মঈনুদ্দিন বলেন, ‘একের পর এক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে।’

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাতে আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লিপুর চাচা মতিহার থানায় মামলা করলেও গত দশ দিনে লিপুর রুমমেট ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.