Sylhet Today 24 PRINT

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মিছিল-সমাবেশ

শাবি প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টির্সাচ ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ড. ইয়াসমিন হক, ড. আনোয়ারুল ইসলাম, ড. আবদুল গণি, ড.তুলসী কুমার দাশ, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দীন, মাহরুবা শারমীন ও ইসমত আরা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ধরনের হামলা খুবই ন্যাকারজনক। হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেন, আইনের সুষ্ঠু প্রয়োগ ও দৃস্টান্তমূলক শাস্তিই পারে এ ধরণের ঘৃণিত কাজকে বন্ধ করতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.