Sylhet Today 24 PRINT

সাত দিন ধরে সিকৃবি ছাত্রী নিখোঁজ, অপহরণ দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০১৬

সাত দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী হামোম।

গত ৭ নভেম্বর ক্যাম্পাস থেকে সুবিদবাজারে টিউশনীতে এসে তিনি আর ফিরেন নি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে থাকেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ঐশী ক্যাম্পাসের প্রিয় মুখ। সাতদিন ধরে তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহপরান থানা পুলিশকে অভিযোগ করা হয়েছে।

মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দা ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমের মেয়ে।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঐশীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্রজেন সিংহ নামে একজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, আমরা বিষয়টি জানতাম না। আজকে (রোববার) ঐশীর বাবা এসে আমাদের কাছে ঐশী নিঁখোজ রয়েছে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে আমরা আগামীকাল বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.