Sylhet Today 24 PRINT

শাবির ভর্তি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে জাবি শিক্ষার্থী আটক

শাবি প্রতিনিধি  |  ২৬ নভেম্বর, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নকল সরবরাহের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাও বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেছেন পরীক্ষার্থীরা।

আটক ব্যক্তির নাম ঈশান ইমতিয়াজ হৃদয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

শাবি সূত্রে জানা যায়, শনিবার সকালে শাবিতে ভর্তি পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহ করছিলেন হৃদয়। এসময় পরীক্ষার্থীরা তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে জানান, শাবি ক্যাম্পাস ও আশেপাশে আরও নকল সরবরাহকারীদের আটকে পুলিশের অভিযান চলছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.