Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতার মৃত্যু : চবি\'র সহকারী প্রক্টরকে অব্যাহতি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৬

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার সকালে চবি ছাত্রলীগের পাঁচ দফা দাবির একটি মেনে নিয়ে তাকে অব্যাহতি দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, দিয়াজের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে চলছে। সেই স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হল।

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার দু'দিন পর ২৩ নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করেছেন দিয়াজ।

কিন্তু দিয়াজের পরিবার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এরপর ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.