Sylhet Today 24 PRINT

শাবিতে ক্যালকুলেটরের মাধ্যমে নকল সরবরাহ : গ্রেপ্তার ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০১৬

জব্দকৃত ক্যালকুলেটর ও ডিভাইস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) সকালে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী  ইশাদ ইমতিয়াজ হৃদয়ের ৩ দিন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে মামলার বাদী জালালাবাদ থানার এসআই দেবাংশু পাল সাত দিনের রিমান্ড আবেদন জানিয়েছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (২৬ নভেম্বর) সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ক্যালকুলেটরে মোবাইলের সিম ব্যবহার করে উত্তরপত্র সরবরাহের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়ার গুগল কোচিং সেন্টার নামের একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের পরিচালকের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ চক্রটি জালিয়াতির কাজ করে আসছিলো।

পরদিন রোববার পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১০ জনের বিরুদ্ধে মামলা করেন জালালাবাদ থানার এসআই দেবাংশু পাল।

এদিকে জাতিয়াতির ঘটনা তদন্তে শাবির অধ্যাপক আখতারুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত  কমিটি গঠন করেছেন শাবিপ্রবি কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.