Sylhet Today 24 PRINT

শাবিতে সালমান শাহ অভিনীত ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রের প্রদর্শনী শুক্রবার

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিনাদ ব্যাচের (২০১১-১২ শিক্ষাবর্ষ) আয়োজনে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুক্রবার (৯ ডিসেম্বর) ও শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনে পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজকরা জানান, প্রথম দিন শুক্রবার বিকাল ৩টায় আনন্দ অশ্রু, সন্ধ্যা ৬টায় কুবো এন্ড দ্য ট্রু স্ট্রিংস, দ্বিতীয় দিন শনিবার বেলা ১১টায় জয়যাত্রা, বিকাল ৩টায় দ্য এইজ অফ এডালিন, সন্ধ্যা ৬টায় সুইসাইড স্কোয়াড নামক চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

ইতোমধ্যে টিকেট সরবরাহের লক্ষ্যে ক্যাম্পাসের অর্জুনতলায় ট্যান্ট স্থাপন করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর পূর্বে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে টিকেট পাওয়া যাবে। প্রতিটি টিকেটের মূল্য ৫০টাকা ধরা হয়েছে।

নিনাদ ব্যাচের র‌্যাগ উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মুশফিক ভুঁইয়া বলেন, চলতি মাসেই শাবিপ্রবির ২০১১-১২ শিক্ষাবর্ষের সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যাগ ডে পালন করা হবে। মূলত ফান্ড কালেকশন করার জন্য এ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.