Sylhet Today 24 PRINT

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৬

রোকেয়া দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে বেগম রোকেয়ার ভাস্কর্যের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীনের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও ছাত্রীরা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।
 
পরে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, নারী সংহতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, গণসংহতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে নারীর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা বলেন, বেগম রোকেয়া চেয়েছিলেন নারীরা শিক্ষিত হলে সমাজে তাদের মর্যাদাবোধ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজো আমাদের সমাজে নারীরা নিরাপদ নয়, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। ফলশ্রুতিতে নারীদের প্রতি এখনও নির্যাতন চলছে।

এদিকে বেগম রোকেয়ার জীবনের বিভিন্ন দিক, নারীদের ওপর নির্যাতন, আন্দোলন নিয়ে চিত্র পদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। পহেলা বৈশাখে নারীর ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে এর বিচার দাবি করে সংগঠনটি। 

উল্লেখ্য,আজ বাংলার নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৬তম জন্ম ও ৮৪তম মৃত্যুবার্ষিকী। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.