Sylhet Today 24 PRINT

তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা

ওসমানীনগর প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৬

সিলেটের ওসমানীনগরের প্রাচীন উচ্চ বিদ্যাপীঠ তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে কলেজ আন্দোলনের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে কলেজ অধ্যাপক মিলনায়তনে স্টাফ কাউন্সিলের এক সভার মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের জ্যেষ্ঠ শিক্ষক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সৈয়দ মোতাকাব্বির।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ অঞ্চলের সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজ জাতীয়করণের সব শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও জাতীয়করণের তালিকায় নাম না আসায় এবং অপেক্ষাকৃত নতুন একটি কলেজকে জাতীয়করণ করায় সভায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়।

পাশাপাশি সভা থেকে কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ১৮ ডিসেম্বর গণস্বাক্ষর সংগ্রহ, ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান এবং সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, ২০ ডিসেম্বর কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় মিছিল, ২১ ডিসেম্বর মানববন্ধন এবং ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর জনসংযোগ ও মতবিনিময়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.