Sylhet Today 24 PRINT

ভারতে অনুষ্ঠিত টেকফেস্টে লিডিং ইউনিভার্সিটির কৃতিত্ব

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও সিএসই বিভাগের একটি দল ভারতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সুমো রবো ফাইট ও এফপি ভি কার রেসিং প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

রোববার (১৮ ডিসেম্বর) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় ডেনমার্ক, ভারত, নেপাল, শ্রীলংকা ও মিশরসহ আরো ৯টি দেশ অংশগ্রহণ করে। লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীরা হলেন আবুবক্কর আবীর, ইমতিয়াজ আহমেদ প্রবাল এবং ফাহিম আহমেদ হামীম ও সিএসই বিভাগের ওমর ফারুক আবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এই টিম টেকফেস্ট বাংলাদেশ পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ভারতে অনুষ্ঠিত টেকফেস্টের মূল পর্বে খেলার যোগ্যতা লাভ করে।

বুধবার (২১ ডিসেম্বর) বিজয়ী দলের সদস্যগন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য, কর্মকর্তা শিক্ষকবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এ সময় লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক তাদেরকে শুভেচ্ছা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.