Sylhet Today 24 PRINT

শাবিতে ইসকন ইয়ুথ ফেস্টিভাল ২ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৬

সনাতন ধর্মাবলম্বী যুব শিক্ষার্থীদের স্রষ্টার প্রতি আনুগত্য বাড়াতে ১২তম ইসকন ইয়ুথ ফেস্টিভাল ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের এ ফেস্টিভাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসকন ইয়ুথ ফোরাম সিলেটের পরিচালক শ্রী দেবর্ষি শ্রীবাস দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাবির আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, ইসকন ইয়ুথ ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাস, কোষাধ্যক্ষ কানুপ্রিয় বলাই দাস, প্রচারক সুবল নিমাই দাস প্রমুখ।

লিখিত বক্তব্যে দেবর্ষি শ্রীবাস দাস বলেন, কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল সাড়ে তিনটা থেকে এ উৎসব শুরু হবে। দেশ ও বিদেশের বিভিন্ন গুণী ব্যক্তি এই উৎসবে বক্তব্য রাখবেন। ‘লার্নিং টু লাভ’ শিরোনামে সেমিনারে বিস্তারিত কথা বলবেন ভারত থেকে আগত ভেনুধারী দাস ব্রহ্মচারী।

ইসকন ইয়ুথ ফোরামের আয়োজনে এ ফেস্টিভালে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.