Sylhet Today 24 PRINT

সরকারি কলেজগুলোকে ওয়েবসাইট করার নির্দেশ

বাংলাদেশের সব সরকারি কলেজগুলোকে নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৫


আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ‘ডাইনামিক’ ওয়েবসাইট করে তার ঠিকানা মন্ত্রণালয়কে জানাতে বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।



বাংলাদেশে বর্তমানে সাড়ে তিন হাজার কলেজ রয়েছে, যার মধ্যে ২৮৮টি সরকারি কলেজ।



ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবি, সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ছবি, অ্যাকাডেমিক ক্যালেন্ডার, বিভাগভিত্তিক ক্লাস রুটিন (কোন শিক্ষক ছুটিতে থাকলে তার পরিবর্তে শিক্ষকের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে) রাখতে বলা হয়েছে।


এছাড়া প্রতিষ্ঠানের ইতিহাস, ভৌত অবকাঠামো, বিষয় ও পদভিত্তিক কলেজের পদের তথ্য, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের তথ্যও রাখতে বলা হয়েছে ওই ওয়েবসাইটে।



এর বাইরে বিভিন্ন পরীক্ষার ফল, ভর্তির তথ্য, ফরম, নোটিশ, শিক্ষার্থী প্যানেল, শিক্ষক প্যানেল, অভিভাবক প্যানেল, ফটো গ্যালারি, লাইব্রেরিতে বিভাগভিত্তিক বইয়ের তালিকা, অভিযোগ কর্নার ওয়েবসাইটে অন্তর্ভুক্ত রাখতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।



ওয়েবসাইটগুলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার হোস্ট করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.