Sylhet Today 24 PRINT

শাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক উন্মোচন

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নামফলকের উন্মোচন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. সাবিনা ইসলাম, সৈয়দ সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রীহলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক শরীফা ইয়াসমিন, শাহপরাণ হলের সহকারী প্রভোস্ট আশীষ কুমার বণিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট মো. মনিরুজ্জামান খান, মোজাম্মেল হোসেন রায়হান প্রমুখ।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে শাবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধু যে কোন জাতির জন্য আদর্শস্বরুপ। এ ধরনের অনুকরণীয় ব্যক্তিত্বকে সবার মধ্যে লালন করা উচিত। এ হলের নামকরণ পুনর্বহালের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৩০ আগস্ট ৮৭তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের দশটি ভবনের নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। কিছু অপ্রীতিকর ঘটনার কারণে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে তৎকালীন রাষ্ট্রপতি ড. শাহাবুদ্দিন আহমেদের মৌখিক নির্দেশে ২০০০ সালের ৬ মে ৮৯তম সিন্ডিকেট সভায় ১০টি ভবনের নামকরণের উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

১৬ বছর পর ২০১৬ সালের ২৮ ডিসেম্বর বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের মৌখিক নির্দেশে পুনরায় দ্বিতীয় ছাত্র হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামে পুনর্বহাল করা হয়। এই হলটি ছাড়াও রাষ্ট্রপতি স্থগিত হওয়া অন্যান্য হল ও ভবনের নামকরণের ব্যাপারে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও প্রদান করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.