Sylhet Today 24 PRINT

শিবির সন্দেহে রাবি শিক্ষার্থীকে পুলিশে দিলো ছাত্রলীগ

রাবি প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ ও হল প্রশাসন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ জিয়াউর রহমান হল থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আবু সালেহ শাহিন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি জিয়া হলের ১২২ নম্বর কক্ষে থাকতেন। তবে তার বরাদ্দকৃত হল শের-ই-বাংলা ফজলুল হক হল।

ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে শাহিনের সাবেক কক্ষ ১০৫ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে তার কম্পিউটার থেকে যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলওয়ার হোসাইন সাইদীর বক্তব্যের ভিডিও ও শিবিরের কিছু নথি পাওয়া যায়। সে সময় শাহিনকে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা। পরে আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি হল প্রশাসনকে জানালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.