Sylhet Today 24 PRINT

সূর্যসেন হল থেকে অস্ত্রসহ ৭ বহিরাগত আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল থেকে অস্ত্রসহ বহিরাগত সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম, হল প্রশাসন এবং শাহবাগ থানা পুলিশ হলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- লিমন (গোপালগঞ্জ), রিয়াজ (গোপালগঞ্জ), সানি (পুরাতন ঢাকার জিঞ্জিরা), টিটন (খুলনা), সজীব বাড়ি (মাদারীপুর), তপু (বিক্রমপুর) এবং ইমন হোসেন (সাতক্ষীরা)। তাদেরকে সূর্যসেন হলের ৩১৩, ৩১৪ ও ৩১৫ নম্বর কক্ষ থেকে আটক করা হয়।

জানা গেছে, তারা সবাই সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের পরিচয়ে থাকতেন। অভিযানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজনের ৩১৫ নম্বর রুম থেকে রামদা, চায়নিজ কুড়াল ও স্প্লিন্টার উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ে গুলি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসব ঘটনায় যারা জড়িত, তারা এখানে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কক্ষগুলো থেকে ডেটোনেটর, স্প্লিন্টার, সালফার, চায়নিজ কুড়াল, রামদা, ইয়াবার পলিথিনের প্যাকেট এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, সূর্যসেন হল থেকে যে সাতজনকে আটক করা হয়েছে, তারা সবাই বহিরাগত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.