Sylhet Today 24 PRINT

শাবির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাবি প্রতিনিধি |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। পরে র‌্যালিটি মুক্ত মঞ্চে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের পরিচালনায় এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কেক কাটার সময় সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে বিশ্ববিদ্যালয় দিবস ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, শত বছর পরেও এ বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলবে। আমরা হয়ত সেদিন থাকবো না। তাই আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে আমরা সকলে মিলে শাবিপ্রবিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি।

এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.