Sylhet Today 24 PRINT

ঢাবি সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তি দাবি শাবি প্রেসক্লাবের

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে কর্মরত বার্তা সংস্থা ইউএনবির ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

একই সাথে সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শাবি প্রেসক্লাব সভাপতি জাবেদ ইকবাল ও সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ক্যাম্পাসে সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা সুষ্ঠু ও স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের হীন কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোমবার ঢাবির বিজয় একাত্তর হলে দিবাগত রাত ৩টার দিকে লাইট বন্ধ করে, মুখ কাপড় দিয়ে ঢেকে ইমরান হোসেনের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.