Sylhet Today 24 PRINT

পানিতে ডুবে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০১৭

পুকুরের পানিতে ডুবে হোসেন মোহাম্মদ ফাহিম (২১) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত হোসেন মোহাম্মদ ফাহিম (২১) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুরে। তার বাবা ফরিদুল হক সিলেট টিচার্স ট্রেনিং সেন্টারের (টিটিসি) সহযোগী অধ্যাপক। তিনি এখন দেশের বাইরে আছেন। ফাহিম রাজশাহী টিটিসি’র হোস্টেলে থেকে পড়াশোনা করতেন।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, আজ ৬টার দিকে ফাহিম ও তার এক বন্ধু টিটিসি’র পুকুরে গোসল করতে যায়। ফাহিম ডুব দিয়েছিল, তারপর আর উঠেনি। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ফাহিমকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আমান উল্লাহ আরো বলেন, ‘তার পরও যেহেতু সন্দেহের অবকাশ থেকে যায়, তাই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন লাশ মর্গে আছে। আইনি কাজ শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি ড. এ এফ এম মাসউদ আখতার বলেন, ‘বিভাগের শিক্ষার্থীরা মর্গ থেকে আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। কিন্তু এখনো আমি বিস্তারিত শুনতে পারিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.