Sylhet Today 24 PRINT

সিকৃবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ (শুক্রবার) সকাল আটটায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর। এর পরপরই ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তর, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

পরে পুরাতন লাইব্রেরি ভবনের নিচতলার করিডরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিকৃবি শাখা। সেখানে শিশুরা দেশাত্মবোধক ও বঙ্গবন্ধুকে নিয়ে চমৎকার সব চিত্রাঙ্কন করে।

এদিকে সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় মিলনায়তনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের আয়োজনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.