Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেটে প্রদর্শিত হবে থিয়েটার মুরারিচাঁদের নাটক ‘রঙমহাল’

এমসি কলেজ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৭

সিলেটের নাট্যাঙ্গনে সাড়া জাগানো মঞ্চনাটক রঙমহালের অন্ধ ভিক্ষুক দম্পতির রূপ ও অরূপের আখ্যানের চতুর্থ মঞ্চায়ন নিয়ে আসছে এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে চতুর্থবারের মত মঞ্চায়ন হবে নাটকটি।

রূপ ও অরূপের আখ্যানের এ নাটকটির রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন ইয়াকুব আলী ও বিধান সিংহ।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ২২ তম সদস্য হিসেবে সদ্য যুক্ত হওয়া ঐতিহ্যবাহী এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ সভাপতি গোলাম মাহদী ও সদস্য সচিব ফাহমিদা এলাহী বৃষ্টি সর্বস্তরের সংস্কৃতিমনা মানুষজনকে 'রঙমহাল' নাটকটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ৫ দিনব্যাপী চলছে মহান একুশের আলোকে নাট্যপ্রদর্শনী ২০১৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.