Sylhet Today 24 PRINT

দেশব্যাপী জঙ্গি হামলার ঘটনায় রাবির প্রগতিশীল শিক্ষকদের উদ্বেগ

রাবি প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৭

সাম্প্রতিক সময়ে সিলেট, মৌলভীবাজার, কুমিল্লাসহ দেশব্যাপী জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্ধেগ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

রোববার (২এপ্রিল) প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. রকীব আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব জঙ্গি আস্তানায় চলমান অভিযানে নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও সাফল্যে প্রগতিশীল শিক্ষক সমাজ গর্বিত ও স্বস্তি প্রকাশ করছেন। অভিযানে র‌্যাবের গোয়েন্দা প্রধান শহীদ লে. কর্নেল আজাদ ও পুলিশের দুই কর্মকর্তাসহ সাধারণ নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন তারা।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে জঙ্গিবাদ দমনে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতি সমর্থন ও জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বানও জানান প্রগতিশীল শিক্ষক সমাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.