Sylhet Today 24 PRINT

শাবিতে ‘স্বপ্নোত্থান’র নতুন কমিটির সভাপতি অনিক, সম্পাদক মেহেদী

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনের নবীন বরণ অনুষ্ঠানে ৮ম কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। এ সময় স্বপ্নোত্থানের বর্তমান ও সাবেক সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল ফয়সাল অনিককে সভাপতি ও ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহেদী কবীরকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আতাউর রহমান, প্রধান সমন্বয়ক বিথী দেবনাথ, সহকারী সাধারণ সম্পাদক আফসানা সিদ্দিকা মিমি, সাদিয়া সুলতানা অনি, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিজওয়ানুর রহমান পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক পিয়াস দেবনাথ, দীপা চক্রবর্তী, কোষাধ্যক্ষ মাহদীন আল নাফি, সহ কোষাধ্যক্ষ জেনিয়া সুলতানা সুমনা, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়জুন্নাহার জেবিন কনক, সহ যোগাযোগ সম্পাদক সুমাইয়া আলম চৌধুরী, প্রকাশনা সম্পাদক জিয়াউল আলম শাওন, সহ প্রকাশনা সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক কামরুন্নেসা কানম নাঈমা, সহ প্রচার সম্পাদক নিশাত গিয়াস জুই, দপ্তর সম্পাদক জামিল ইমতিয়াজ, সহ দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনিক, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিউল বাশার, আর্ট অ্যান্ড কালচারাল সম্পাদক তাহিরা তাহসিন, নিতু রানী বণিক, কার্যকরী সদস্য সাইদুর রহমান, যুগল সূত্রধর, আফসানা আহমেদ, মোশারফ হোসেন, ইবনে জুবায়েদ, নুসরাত ইয়াসমীন, শুভাংকর রায়, রক্তদাতা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সহ রক্তদাতা বিষয়ক সম্পাদক নাইমুল হাসান, সৌরভ চন্দ্র ঘোষ, ভোলানন্দ নৈশ বিদ্যালয়ের সমন্বয়ক পিয়াল আহমেদ শান্ত, ছোটমণি নিবাস সমন্বয়ক নাঈমা বিনতে নাসির ও সৈয়দা আদিবা হুদা।

এছাড়া সম্পদ ব্যবস্থাপনা প্যানেলে রয়েছেন আতাউর রহমান, মোস্তাক আহমেদ ও মেহেদী হাসান ভূঁইয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.